
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের মেধাবী শিক্ষার্থী লুবনা জামান লিয়া।
আজ বুধবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ রেজাউল করিম পিএইচডি, প্রফেসর ড. মোঃ সরোয়ার উদ্দিন, ভাইস চ্যান্সেলর এসএলএসএফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাসুদা কামাল এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সোলাইমান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে লুবনা প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছেন।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। চলতি ২০২৫ সালের মেধাবী শিক্ষার্থীদের মাঝেও এই মেধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মেধাবী লুবনা জামান লিয়া শেরপুরের প্রবীণ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিরুজ্জামান লেবু এবং শিক্ষিকা জেসমিন জামান জুঁই-এর কন্যা। এর আগে মেধাবী লুবনা ২০২৩ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ২০২৫ সালে ইউসিজি অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর