
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (২০) মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ সময় নারীর পরনে ছিল হালকা হলুদ রঙের সেলোয়ার-কামিজ। তবে সুরতহাল করার সময় মরদেহে কোনো আঘাতের চিহ্ন বোঝা যায়নি।
বরিশুর নৌ পুলিশের এসআই মুক্তার হোসেন জানান, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি বেশ কয়েক দিন পানিতে থাকায় ফুলে-ফেঁপে বিকৃত হয়ে গেছে, যে কারণে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর