
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিকাল ৪টায় বরগুনা শহরের কর্মকার পট্টি এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বরগুনা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর রোড মিজান টাওয়ার চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও র্যালি ও সমাবেশে বরগুনা পৌরসভা ও সদরের দশটি ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুজ্জামান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর