
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আব্দুস সুহানের কাঁচাবাজার ও মার্কেটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ হয়। সর্বমোট পাঁচটি ইউনিট দীর্ঘসময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে না গেলেও নিয়ন্ত্রণে রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সদস্যরা।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর