
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি কাঠের কারখানায় চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। মালঞ্চি বাজারের সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওমর ফারুককে স্থানীয়রা এই চুরির মূল হোতা হিসেবে সন্দেহ করছে।
এজাহার সূত্রে জানা যায়, বাগাতিপাড়া পৌরসভার উপজেলা চত্বরে অবস্থিত ‘নীলা ডোর’ নামের কাঠের কারখানায় গত ১ সেপ্টেম্বর রাতে চুরি হয়। চোরেরা কারখানার দরজা-জানালা তৈরির কাজে ব্যবহৃত নানা মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ৩ সেপ্টেম্বর রাতে মালঞ্চি বাজারে সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে চুরি হওয়া মালামালের অংশ পাওয়া যায়।
পুলিশ পরে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে এবং চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. ওমর ফারুক (৪০), কারখানার কর্মচারী মো. উজ্জ্বল মিয়া (২৬), চন্দন শর্মা আকাশ (১৯) এবং গাড়িচালক মো. ইয়াকুব আলী (২৮)।
স্থানীয় বাসিন্দা মমতাজ আলীসহ অনেকে অভিযোগ করে বলেন, ওমর ফারুক দীর্ঘদিন ধরে ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে নানা অপকর্ম করে আসছেন। চুরি, সুদের ব্যবসাসহ একাধিক অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে তাদের দাবি। তাদের মতে, ‘সেইফ লাইফ’ নামে সাইনবোর্ড ব্যবহার করলেও প্রতিষ্ঠানটি নিয়ম মেনে পরিচালিত হয় না। সেন্টারটি বন্ধ করে দেওয়ারও দাবি জানান এলাকাবাসী।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর