
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার "কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড" এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটানা ভোট গ্রহণ চলে। এতে সভাপতি পদে সাইফুর রহমান জমির ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান পেয়েছেন ৮৫ ভোট। অন্যদিকে, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুর রব, কোষাধ্যক্ষ ডাঃ ফারুক আহমদ, সদস্য ইলিয়াছুর রহমান ময়না, এমএ রউফ, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইমরুন নাহার সুমি, আছিয়া বেগম, খোরশিদা বেগম এবং শিউলি আক্তার।
দীর্ঘদিন পর "কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড" এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সাধারণ ভোটাররা নতুন এই কমিটির মাধ্যমে কৃষকদের সার্বিক উন্নয়নসহ রাবারড্যামের সার্বিক উন্নয়ন হবে বলে প্রত্যাশা করছেন।
ভোট গ্রহণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জেলা সমবায় অফিসার মুশাহিদুর রেজা চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল আজিম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী প্রমুখ।
নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ মিনার আলী, জুড়ী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সদস্য সুনীল কুমার বর্ধন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নির্বাচন কমিটির সদস্য মনিরুল ইসলাম এবং মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নির্বাচন কর্মকর্তা সেলিম আহমেদ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর