
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বণিক সমিতি ও সকল ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করেছে নেতাকর্মীরা। বুধবার রাত ৯টায় শাহজাদপুর উপজেলা বণিক সমিতির আয়োজনে পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে উপজেলা বণিক সমিতির সভাপতি এমদাদুল হক নওশাদের সভাপতিত্বে এবং শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এম এ মুহিত বলেন, ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির বড় চালিকাশক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই ব্যবসায়ীদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারে সেই প্রতিশ্রুতি দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী, আল-মামুন। এছাড়াও বণিক সমিতিসহ উপজেলার সকল ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর