
সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আহসান হাবিব লাবলু বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সিপিবি একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চায়। তিনি বৃহস্পতিবার সিপিবি জয়পুরহাট জেলার দ্বাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি কমরেড দেওয়ান বদিউজ্জামান।
বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে দ্বাদশ জেলা সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জয়পুরহাট জেলা শাখা। সম্মেলনের প্রথম পর্বে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জাতীয় পতাকা, সম্মেলন পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীদের একটি লাল ঝান্ডার মিছিল শহর প্রদক্ষিণ করে। সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয় জেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে।
সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রমজানুজ্জামান, কমরেড এম এ রশিদ, কমরেড আমিনুর রহমান, কমরেড রবি কুমার দাস, কমরেড ইউনুস আলী প্রমুখ। এছাড়া সম্মেলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক কমরেড ওবায়দুল্লাহ মুসা, জেলা কমিউনিস্ট লীগের সমন্বয়ক মাহমুদুল করিম। সম্মেলনের প্রধান অতিথি সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আহসান হাবিব লাবলু আরও বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেই আকাঙ্ক্ষা পূরণে এবং গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে কমিউনিস্ট আন্দোলনে যোগ দিতে দেশবাসীকে আহ্বান জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর