
খাগড়াছড়ির রামগড় বাজারে রোগীদের ভুয়া চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে রাকিবুল ইসলাম নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করা হয়। এসময় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম রামগড় পৌর শহরের কালিবাড়ির সামনে অবস্থিত আমজাদ মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভুয়া চিকিৎসকের মাধ্যমে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। যার কারণে রাকিবুল ইসলাম নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর