
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে অবশেষে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
গ্রেফতারকৃত বাবুল মিয়া (৪২) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আতুয়াজঙ্গল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের বানিয়ারচালা এলাকায় ভাড়া থেকে মুদি দোকানের ব্যবসা করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী ১১ বছরের শিশুটি বিস্কুট কিনতে স্থানীয় দোকানে গেলে দোকান মালিক বাবুল মিয়া কৌশলে তাকে ভেতরে নিয়ে শাটার বন্ধ করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। বাড়ি ফিরে শিশুটি তার ভাবিকে বিষয়টি জানালে পরিবারের অন্যান্য সদস্যরাও জানতে পারেন।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করতে না পারায় পরিবার ন্যায়বিচার-নিরাপত্তাহীনতায় ভুগছিল। তবে সম্প্রতি র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বাবুল মিয়াকে রংপুর জেলার মিঠাপুকুর থানার জায়গীর পানবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। অবশেষে গত, বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে র্যাবের সহযোগিতায় তাকে রংপুর থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে আসামী বাবুলকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
এদিকে ভুক্তভোগী শিশুটির পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর