
বাইপাস সার্জারির প্রায় এক মাস পর নিজ দলের কর্মসূচীতে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ, যারা বিদেশে চিকিৎসা নিতে সক্ষম নয়, তারা দেশের চিকিৎসার ওপর ভরসা রাখেন। আমি কীভাবে নিজে বিদেশে চিকিৎসা নিতে যাব, যখন সাধারণ মানুষ তা করতে পারবে না?”
জামায়াত আমির আরও বলেন, “আমার সবসময় দেশের চিকিৎসার ওপর আস্থা ছিল। আল্লাহর ওপর ভরসা রেখে আমি দেশের চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিয়েই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য হলো মানুষের দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরানো।”
তিনি রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “রাজনীতিবিদ বন্ধুগণকে বলব—দেশেই চিকিৎসার ব্যবস্থা আছে, বিদেশে যাবেন না। সোনার বাংলার স্বপ্ন শোনাবেন, কিন্তু নিজস্ব চিকিৎসার জন্য বিদেশে দৌড়াবেন না। যদি দেশে চিকিৎসা নিতেন, আমাদের চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলোও দূর করা যেত।”
জামায়াত আমির দেশের মানুষকে আরও আহ্বান জানান, “ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে ভবিষ্যতের জন্য সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর