
দক্ষিণ ক্যারিবীয় সাগরে আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি উড়ে গেছে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় একে ‘অত্যন্ত উসকানিমূলক পদক্ষেপ’ আখ্যা দিয়েছে এবং ভেনেজুয়েলাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পেন্টাগন এক বিবৃতিতে জানায়, নিকোলাস মাদুরো সরকারের নিয়ন্ত্রণাধীন দুটি সামরিক বিমান গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জেসন ডানহাম-এর খুব কাছাকাছি চলে আসে। তবে মার্কিন জাহাজটি ভেনেজুয়েলার যুদ্ধবিমানের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ায়নি।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ভেনেজুয়েলার কার্টেল সরকারকে সতর্ক করে দেয়া হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে কোনো বাধা বা হস্তক্ষেপের চেষ্টা সহ্য করা হবে না। নিউ ইয়র্ক টাইমস একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে উড়ে যাওয়া ভেনেজুয়েলার দুটি যুদ্ধবিমান হলো এফ-১৬ ফাইটার জেট।
আরও পড়ুন: ভুয়া আইএএস অফিসার: সরকারি মিটিংয়ে আসতেন রেঞ্জ রোভার-মার্সিডিজে চড়ে, ছিল দেহরক্ষীও
এদিকে ভেনেজুয়েলার সরকারি সংবাদমাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘোষণাকে তুলে ধরেছে। মাদুরো জানান, দেশের ন্যাশনাল মিলিশিয়া প্রথমবারের মতো পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে, যেখানে নতুন স্বেচ্ছাসেবকদের যুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরোকে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে। এমনকি আগস্ট মাসে ওয়াশিংটন তার গ্রেপ্তারের তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে। এরপর মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলার উপকূলে একাধিক জাহাজ ও একটি পারমাণবিক চালিত সাবমেরিন মোতায়েন করে।
মাদুরো এর আগেই অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দেন, দেশ আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলা নিজেদের “অস্ত্রধারী প্রজাতন্ত্র” হিসেবে রূপান্তরিত করবে।
এমন উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ক্যারিবীয় সাগরে একটি দ্রুতগামী নৌকাকে লক্ষ্য করে আঘাত হানে, যেটিকে তারা মাদক পাচারকারী দলের নৌকা হিসেবে দাবি করেছে। ওই অভিযানে নিহত হয় ১১ জন।
তবে ভেনেজুয়েলা এ ঘটনাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে। কারাকাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিনা প্রমাণে সাধারণ মানুষকে হত্যা করেছে। অভিযুক্ত নৌকাটি সত্যিই সশস্ত্র ছিল কিনা এবং যুক্তরাষ্ট্রের ওপর কোনো তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরাও।
সূত্র: আল জাজিরা
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর