
পাথরঘাটা উপজেলা শহরের গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাকের নেতৃত্বে নৌবাহিনীর ১৩ সদস্যের একটি দল এবং পাথরঘাটা ট্রাফিক পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত এই অভিযানে বিভিন্ন যানবাহনে তল্লাশি, মামলা ও জরিমানা করা হয়।
এ সময় ১৫০টি মোটরসাইকেল, ৩০টি ইজি বাইক, ২টি মিনি ট্রাক, ২টি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয় এবং কাগজপত্র ঠিক না থাকায় বিভিন্ন যানবাহনকে ১২টি মামলায় মোট ৩৮,০০০ টাকা জরিমানা করা হয়।
এমন অভিযানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ধন্যবাদ জানায় স্থানীয়রা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর