
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ইসলামিক দলগুলোর ঐক্য এবং সঠিক সময়ে নির্বাচন বাস্তবায়নে সরকারকে জোরালো ভূমিকা পালন করতে হবে। এই বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টাকে নিয়ে রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার আলম।
বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ-এর উদ্যোগে "বর্তমান নির্বাচনে আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় ৭ই সেপ্টেম্বর রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার আলম। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, লেখক, গবেষক ও সম্পাদক মাহমুদুল হাসান নেজামী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ-এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের, সহ-সভাপতি এসআই জনি এবং যুগ্ম সম্পাদক হাবিবা মুরসালিন।
মূল বক্তব্যে বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার আলম বলেন, রাষ্ট্র সংস্কারে সরকারকে আরও বেশি বিচক্ষণ হতে হবে। সরকারের প্রধান উপদেষ্টাকেই এক্ষেত্রে আরও বেশি মনোযোগী হতে হবে। মাহমুদুল হাসান নেজামী তাঁর বক্তব্যে বলেন, আমরা আশাবাদী বর্তমান সরকারের হাত ধরে দেশের রাষ্ট্র সংস্কারে অনেক উন্নয়ন হবে। দেশের সঠিক সময়ে একটি নির্বাচনী পটভূমি নির্মিত হবে। এ সময় তিনি সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্ন উত্তরে খোলামেলা আলোচনা করেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর