
ডাকসু নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেছেন যে তিনি আগে থেকেই সাইবার হামলার আশঙ্কা করেছিলেন, আর আজ সেটিই বাস্তবে পরিণত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবিদুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় তিনি দেখতে পান তার ফেসবুক আইডি হঠাৎ ডিজেবল হয়ে গেছে। পরে বিভিন্ন প্রমাণ দিয়ে আপিল করলে আইডি সাময়িকভাবে ফিরে পাওয়া যায়। তবে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেওয়ার ঘণ্টাখানেক পর আবারও আইডি ডিজেবল হয়ে যায়। তিনি জানান, পুনরায় আপিল করা হলেও নির্বাচনের আগে আইডিটি ফিরে পাবেন কিনা তা নিশ্চিত নয়।
তিনি অভিযোগ করে বলেন, ফেসবুক আইডি দিয়েই তাদের নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল, যা অনেক মানুষের কাছে পৌঁছেছিল। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি পক্ষ এ ধরনের সাইবার হামলা চালিয়েছে।
আবিদুল আরও বলেন, ৫ আগস্টের আগেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু এরপর সুস্থ রাজনীতির চর্চা করতে গিয়ে একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে, যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না এবং তাদের মতপ্রকাশকে ভয় পায়।
অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “আগে দেশের পক্ষে কথা বললে গুম করা হতো, আর এখন সাইবার অ্যাটাক করা হচ্ছে। তবে আগামীকাল ভোটাররা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর