
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে নতুন দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের সাবেক এই প্রধান নির্বাচক আসন্ন এশিয়া কাপে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন।
এসিসি থেকে আমন্ত্রণ পাওয়ার খবর নান্নু নিজেই দেশের একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিসা জটিলতার কারণে এখনো আমিরাতে যেতে পারেননি। আজ ভিসা পেলেই উড়াল দেওয়ার কথা রয়েছে।
আগামীকাল মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের আসর, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
এদিকে এশিয়া কাপে ৫টি দেশ থেকে থাকছেন টেকনিক্যাল কমিটির সদস্যরা৷
এই আসরে প্রতিটি দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলবে। আর বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে। শ্রীলংকার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর টাইগারদের পরের ম্যাচ। বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর