স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর দেশসেরা পারফরম্যান্স অর্জন করেছেন রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাহিন রেজা। রবিবার দিনব্যাপী রাজধানীর সেগুনবাগিচায় চ্যানেল এস-এর প্রধান কার্যালয়ে নতুন বছরের শুরুতে উৎসবমুখর পরিবেশে প্রতিনিধি কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রথম ধাপে জেলা ও উপজেলা পর্যায়ের মোট ৩৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ, মান উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিধিদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন চ্যানেল এস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন প্রশিক্ষণমূলক আয়োজনের জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা।
প্রশিক্ষণ শেষে প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চ্যানেল এস-এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না, ভাইস চেয়ারম্যান মুনাওয়ার হোসেন মঈনুল এবং পরিচালক (এডমিন) আবু আল সিরাজীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী বলেন, “সাংবাদিকদের প্রতিটি মুহূর্তই চ্যালেঞ্জের। আমরা যারা সংবাদ ও গণমাধ্যমে কাজ করি, আমাদের জন্য তথ্যের সঠিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো কাজের জন্য প্রতিষ্ঠান সবসময় আপনাদের পাশে আছে। কোনো হুমকি বা ধামকিতে ভয়ের কিছু নেই। নিষ্ঠার সঙ্গে কাজ করে যান, চ্যানেল এস আপনাদের পাশে থাকবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে চ্যানেল এস-এর সেরা পারফরম্যান্স হিসেবে রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাহিন রেজাকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সকল প্রতিনিধির হাতে নতুন আইডি কার্ড তুলে দেওয়া হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর