টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই পিঠা উৎসবের আয়োজন করে।
রবিবার (১২ জানুয়ারি) সকাল থেকে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে মোট ৫টি স্টল অংশ নেয়। স্টল গুলোতে ৯ পদের বিভিন্ন রকম পিঠা তৈরি করে কলেজের শিক্ষার্থীরা।
শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ঐশী বলেন, মায়ের সহযোগিতায় বাসায় পিঠা তৈরি করেছি। আমাদের স্টলে মোট ৯ পদের পিঠা তৈরি করা হয়েছিল। খুব দ্রুত সব পিঠা শেষ হয়ে গিয়েছে।
উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদল নেতা জোবায়ের হোসেন জয় বলেন, সাধারণ শিক্ষার্থীদের অনুরোধে কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করেছে। পিঠা উৎসব করতে পেরে আমরা সবাই আনন্দিত। সবাই পিঠা উৎসব দারুণভাবে উপভোগ করেছে।
শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওছমান গণি বলেন, এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, শিক্ষার অংশ, সংস্কৃতির অংশ। সামনে এই উৎসব দুই-তিন দিনব্যাপী করার উদ্যোগ গ্রহণ করবো।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর