
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। তার সহকারী প্রকাশ শিলওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের মুখে সরকারী পদক্ষেপের প্রতি জনগণের ক্ষোভ এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।
গত সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হন।
বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে প্রতিবাদ জানায়। এর প্রেক্ষিতে, প্রধানমন্ত্রী ওলি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর