
বগুড়ার শেরপুরে নিখোঁজ অটোচালক আবু বক্কর (৩৭)-এর আট দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বাগড়া হঠাৎপাড়া এলাকার বোষ্টুমধার পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে আবু বকর ব্যাটারিচালিত অটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর থানায় নিখোঁজের জিডি করা হয়। ২ সেপ্টেম্বর ঘোগা বটতলা এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় তার অটোরিকশা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করে। তবে অটোরিকশার সঙ্গে ব্যাটারি পাওয়া যায়নি। পরে অপরিচিত এক ব্যক্তি ব্যাটারি বিক্রি করতে এসে স্থানীয়দের তোপের মুখে পড়ে ব্যাটারি রেখে পালিয়ে গেলে শেরপুর থানা পুলিশ সেই ব্যাটারিও উদ্ধার করে। এরপর আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুকুরের পাশে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে আবুবকরের মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ এস এম মইনুদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটো চুরির কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর