
মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ঢাকা -১৩ মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের পক্ষ থেকে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার হিসেবে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপহার প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু, মতিঝিল ৯ নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সদস্য নিজাম উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপি নেতা ইলিয়াছুর রহমান ময়না, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোস্তাক আহমেদ, মফিজ উদ্দিন।
সহকারী শিক্ষক লোকেস চন্দ্র বিশ্বাসে সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষ লুৎফর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা বৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামতউল্লাহ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর