
বগুড়ার সারিয়াকান্দি ও কাহালু উপজেলায় স্কুলছাত্রসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নিহতরা হলেন- কাহালু উপজেলার ভালতা এলাকার মানিক মল্লিকের ছেলে মামুন আহমেদ (৩৮) এবং সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পাঁচ পীরতলা মহল্লার মতিউর রহমানের ছেলে আরাফাত হোসেন (১১)। সে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
মঙ্গলবার সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম ও বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শফিকুল ইসলাম পৃথক তথ্য নিশ্চিত করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য আরাফাতকে শাসন করে তার মা। অভিমানে নিজ বাড়ির রান্নাঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে স্কুলছাত্র আত্মহত্যা করে। রোববার দুপুরে কাহালু উপজেলার বেলঘরিয়া এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মামুন। তার একমাত্র ছেলে পানিতে ডুবে মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর