কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কচাকাটা থানার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র মো. সিরাজুল ইসলাম পাইন্যাহ (৩৮) ও টেপারকুটি গ্রামের মৃত আলিমুদ্দিনের পুত্র সুজাব আলী (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারত থেকে মদ ও ইয়াবা ট্যাবলেট এনে বিক্রি করে আসছিল। এর আগেও তারা কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে গিয়েছিল। কচাকাটা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর