
ময়মনসিংহের ভালুকায় চার সাংবাদিকের নামে মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকেরা।
জানা যায়, উপজেলায় বন বিভাগের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে দৈনিক নয়াদিগন্ত ও যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরই জেরে দৈনিক নয়াদিগন্তের ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু, যুগান্তরের ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, মানবকণ্ঠের ভালুকা প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ এবং গ্লোবাল টিভির ভালুকা প্রতিনিধি শাহিদুজ্জামান সবুজের নামে মোট ছয়টি মিথ্যা মামলা দায়ের করেন স্থানীয় বন বিভাগ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ খান ও হবিরবাড়ী বিট অফিসার আনোয়ার হুসেন খান সুফল প্রকল্পের বনায়নের নামে অর্থ লোপাট এবং অনৈতিক সুবিধা নিয়ে বনভূমি দখল করে ঘরবাড়ি ও সীমানাপ্রাচীর নির্মাণে ভূমিদস্যুদের সহযোগিতা করেছেন। এসব বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে অসাধু বনকর্মকর্তারা চার সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা অনতিবিলম্বে ওই সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অসাধু বনকর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়াসহ দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের সম্পদের হিসাব নেওয়ার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, মোহনা টিভির প্রতিনিধি এস এম শাহজাহান সেলিম, কালের কণ্ঠের মোকলেসুর রহমান মনির, যুগান্তরের জহিরুল ইসলাম জুয়েল, সময়ের আলোর ফিরোজ খান, সংবাদের আতাউর রহমান, নয়াদিগন্তের আসাদুজ্জামান ফজলু, এনটিভির আলমগীর হোসেন, মানবকণ্ঠের শফিকুল ইসলাম সবুজ, গ্লোবাল টিভির শাহিদুজ্জামান সবুজ, মাই টিভির মর্জিনা আক্তার মনি, আর টিভির আল আমিন, মুক্তখবরের মোঃ হুমায়ুন কবির, আজকের দর্পণের রুমান আহমেদ নকিব প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর