
“আমরা কাউকে ডেকে ডেকে সংগঠনে আনি না। আমাদের একটিভিজম দেখে যার ভালো লাগে, সে-ই আমাদের সঙ্গে যুক্ত হয়। এখানে এলে নিজেকে গড়া যায়, একাডেমিক এক্সিলেন্সি তৈরি করা যায়, আবার নেটওয়ার্কিং ডেভেলপ করার সুযোগও পাওয়া যায়।” এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে। আমরা কাউকে ইনফোর্স করি না। কারো কাছে যদি শিবিরের থেকে ভালো অপশন থাকে, তবে সে সেখানে যেতে পারে। তবে আমরা বিশ্বাস করি ইসলামী জীবনবোধ আঁকড়ে ধরলেই শিক্ষার্থী জীবনের সঠিক ব্যবহার সম্ভব।”
তিনি আরও বলেন, “শিবির কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম। একজন শিক্ষার্থী তার চরিত্র, জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজেকে এখানে গড়ে তুলতে পারে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকেরা জানান, ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে সঠিক জীবন গঠনে উদ্বুদ্ধ করাই এ নবীনবরণ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর