
গাজীপুর সদর উপজেলায় অবৈধভাবে শ্রমিক বহিষ্কারের প্রতিবাদে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় (মোহাম্মদিয়া গ্রুপের) এমজি নীট ফ্লেয়ার ও এমজি ফ্যাশন সুয়েটার লিমিটেড কারখানার প্রধান ফটকের সামনে কয়েক শতাধিক শ্রমিক এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, হঠাৎ করেই কারখানার সামনে নোটিশ টা নিয়ে ৫৭ জন শ্রমিককে কোনো বৈধ কারণ ছাড়াই সাময়িকভাবে বহিষ্কার করেছে কারখানা কর্তৃপক্ষ। ১৫ দিন অতিক্রান্ত হলেও কাজ পুনর্বহাল বা পাওনা পরিশোধ সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি মালিকপক্ষ। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। শ্রমিকরা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল এবং ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।
এ বিষয়ে এমজি নীট ফ্লেয়ার ও এমজি ফ্যাশন সুয়েটার লিমিটেড কারখানার জেনারেল ম্যানাজার রফিক এর মোবাইল ফোনে বক্তব্য চাইলে তিনি বলেন, আপনি পরে ফোন দিয়েন এই বিষয়েই কথা হচ্ছে।আর আমার বক্তব্য নাই আমি কি কোন প্রতিনিধি নাকি আমার বক্তব্য কি করবেন।এগুলা এডমিনের কাছ থেকে নিবেন এগুলা এডমিনের বিষয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, কারখানার সামনে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। আমরা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই বিষয়টির সমাধান হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর