
বগুড়ার ধুনটে ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামের এক প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মরিয়ম উপজেলার আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে ও আড়কাটিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। রবিবার ভোর রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয়।
নিহতের বাবা মোহাব্বত আলী সরকার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে বাড়ির অদূরে নদীর ধারে জঙ্গলে খেলার সময় হঠাৎ ভিমরুলের ঝাঁকে পড়ে মরিয়ম। এসময় ভিমরুলের হুলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে মরিয়মের মৃত্যু হয়। শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালের পাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য বেলাল হোসেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর