
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
তারেক রহমান কবে ফিরবেন এমন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বাবর বলেন, ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবেন। আপনারা সবাই দোয়া করবেন
তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের দল থেকে একটি টিম তৈরি হয়েছে; তার মধ্যে আমি, সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব ও মাহবুব সাহেব আছেন।
তিনি আরও বলেন, আমাদের আসার উদ্দেশ্য ছিল কিছু বিষয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারের সঙ্গে আমাদের কনসার্নগুলো শেয়ার করেছি। তারা একমত হয়েছেন এবং আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে।
লুৎফুজ্জামান বাবর বলেন, পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে, সেটা আপনার পত্রিকায় দেখেছেন। এসআলম গ্রুপের সাথে। বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা এবং নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা। এটি একটি উদ্বেগের বিষয়। আমরা এ নিয়ে আলোচনা করেছি। এছাড়া অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সে বিষয়ে ও আলোচনা হয়েছে।
সংশ্লিষ্ট উদ্যোগের বিষয়ে সুপারিশের প্রশ্নে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আমাদের কনসার্ন শেয়ার করেছি। সম্প্রতি এএসআই নিয়োগ হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এএসপি পদে। কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে। যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে তারা এএসআই হবে। তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে। আবার এসআই হিসেবে যারা যোগদান করে তারা ডিআইজি পর্যন্ত হতে পারে। এমন অনেক উদাহরণ হতে পারে। এ সিদ্ধান্ত অনেক কনস্টেবল এর মধ্য আমার উদ্যোগ দেখেছি সে বিষয়ে আলোচনা হয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর