
কুমিল্লা রেললাইনের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় নিখোঁজ ২৪ ঘন্টা পর ব্যবসায়ী জামশেদ ভূইয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৭টায় হাত পা বাঁধা নিহতের লাশ কুমিল্লা পালপাড়া রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে।
নিখোঁজ জামশেদ কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুড়ি ভূয়া বাড়ির সাবেক কমিশনার আব্দুল কুদ্দুস ভূইয়ার তৃতীয় পুত্র। জামশেদ শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে নিখোঁজ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা যায়- জামশেদ ভূইয়া শনিবার সন্ধ্যা ৬টায় বাসা থেকে মাগরিব নামাজ আদায় করার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বড় ভাই থানায় একটি অভিযোগ করেন। রোববার সন্ধ্যায় স্থানীয় পালপাড়া রেললাইনের পাশে ঝোপঝাড়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা তারা জামশেদের লাশ বলে সনাক্ত করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে সপ্তাহ না পেরোতেই আবারো একই এলাকায় হত্যাকান্ডের শিকার হয়েছেন ব্যবসায়ী।
আইনশৃঙ্খলার এমন অবনতির কারণে কুমিল্লায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এই বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় পালপাড়া রেললাইনের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর