
বর্ষাকালে বাড়ির জানালা দিয়ে বৃষ্টি দেখা আনন্দের হলেও বাইরে বের হলে এর ঝামেলা কম নয়। বিশেষ করে স্মার্টফোন সঙ্গে থাকলে সমস্যাটা আরও বেড়ে যায়। আপনার ফোন যদি ওয়াটারপ্রুফ না হয়, তবে সামান্য পানির স্পর্শেই ডিভাইসের সংবেদনশীল অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আগে থেকে সতর্ক থাকা এবং ভিজে গেলে সঠিক পদক্ষেপ নেওয়া খুব জরুরি।
*ফোন ভিজে যাওয়ার আগে করণীয়*
*ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করুন* ফোনকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হলো মানসম্মত ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করা। এতে বৃষ্টির পানির ফোঁটা ফোনের ভেতর ঢুকতে পারে না।
*জিপলক ব্যাগে রাখুন* যদি ওয়াটারপ্রুফ কেস না থাকে, তবে বিকল্প সমাধান হিসেবে জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন। হঠাৎ বৃষ্টিতে কিছুটা সুরক্ষা মিলবে।
*সরাসরি বৃষ্টির সংস্পর্শ এড়ান* ভারী বৃষ্টির মধ্যে ফোন ব্যবহার না করাই উত্তম। প্রয়োজনে ছাতার নিচে বা ছাউনি তলায় দাঁড়িয়ে ব্যবহার করুন।
*ভেজা হাতে ফোন ব্যবহার করবেন না* ভেজা হাতে ফোন ধরলে সেটি ফসকে যেতে পারে এবং পানির সংস্পর্শে আরও ক্ষতির ঝুঁকি তৈরি হয়।
*ওয়াটারপ্রুফ পাউচ বা ব্যাগ ব্যবহার করুন* যাদের নিয়মিত বৃষ্টিতে যাতায়াত করতে হয়, তারা বিশেষ সিলযুক্ত ওয়াটারপ্রুফ পাউচ ব্যবহার করতে পারেন। এটি ফোনকে অতিরিক্ত সুরক্ষা দেয়।
*ফোন ভিজে গেলে করণীয়*
সতর্ক থাকা সত্ত্বেও অনেক সময় ফোন ভিজে যেতে পারে। এমন পরিস্থিতিতে নিচের ধাপগুলো মেনে চলুন: —
*তৎক্ষণাৎ ফোনটি পানি থেকে সরান* যত দ্রুত ফোন তুলে নেবেন, ক্ষতি তত কম হবে।
*ফোন বন্ধ করুন* ভেজা অবস্থায় ফোন চালু রাখলে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে। ফোন চালু আছে কিনা চেকও করবেন না।
*সিম ও মেমোরি কার্ড খুলে ফেলুন* এগুলো শুকনো স্থানে রাখুন, যাতে ক্ষতি না হয়।
*অতিরিক্ত পানি মুছে ফেলুন* নরম কাপড় দিয়ে আলতোভাবে ফোন মুছে নিন। চার্জিং পোর্ট ও বাটনগুলোর দিকেও খেয়াল রাখুন।
*গরম বাতাস ব্যবহার করবেন না* হেয়ার ড্রায়ার, ওভেন বা মাইক্রোওভেন ব্যবহার করলে সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে।
*চাল বা সিলিকা জেলে রাখুন* ফোনটিকে কাঁচা চাল বা সিলিকা জেলের পাত্রে রেখে দিন। এটি ভেতরের আর্দ্রতা শোষণ করবে। অন্তত ২৪–৪৮ ঘণ্টা এভাবে রাখুন।
*সার্ভিস সেন্টারে যান* ফোন শুকানোর পরও যদি সমস্যা থেকে যায়, তবে অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান। নিজে থেকে মেরামতের চেষ্টা করলে ক্ষতি আরও বাড়তে পারে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর