
কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬), পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর স্কুল সংলগ্ন নদীঘাটে এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা দুলালপুর গ্রামের সৌদিপ্রবাসী মোঃ মহিউদ্দিনের ছোট ছেলে ও দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর সে তার খেলার সাথির সঙ্গে নদীর ঘাটে যায়। একপর্যায়ে সে নদীতে নেমে গোসল করতে থাকে। এমন সময় নদী দিয়ে একটি ট্রলারের ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়। নদীর ঘাটে গোসল করতে থাকা লোকজন হঠাৎ তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে।
এ সময় কয়েকজন পানিতে নেমে তাকে খুঁজতে থাকে। কিছু সময় পর পানির বুদবুদ দেখতে পেলে সেখান থেকে তাকে উদ্ধার করে তুলে আনা হয়। এরপর তাৎক্ষণিক তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর