
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। যেমন তোমাদের বড় ভাইরা তোমরা এগিয়ে এসেছিলে। আমরা উন্নয়ন চাই, উন্নয়নের সাথে আদর্শ মানুষ চাই।
তোমরা শিক্ষার্থীরা ন্যায় ভিত্তিক সমাজ গঠন করবে, গড়ে উঠবে আর্দশ মানুষ হিসেবে সে প্রত্যাশা করি। কিশোরগঞ্জকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত উপজেলা গঠন করা হবে। তিনি গতকাল সোমবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সুনামধন্য রণচন্ডী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সোমবার দুপুরে রণচন্ডী স্কুল এন্ড কলেজ মাঠে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়েন্টেশন, নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও রণচন্ডী স্কুল এন্ড কলেজের সভাপতি প্রীতম সাহার সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক রশীদুল ইসলাম, প্রভাষক নুরজাহান শিতির সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুকুল হোসেন। আরও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আমিরুজ্জামান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির রিফাত হোসেন, মধুরাম রায়, নবীন শিক্ষার্থী রোকনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার রায়হান উদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও রণচন্ডী ইউনিয়ন পরিষদের প্রশাসক আল মিজানুর রহমান, এসআই গৌতম রায় প্রমুখ। নবীন ৩৫০ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানটি। এছাড়া এসএসসি-এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও মেডিকেল-পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়া ৮০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। প্রথমে ফুলের স্টিক দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটির শিক্ষকগণ। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর