
মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার স্বর্ণের দাম ইতিহাসের নতুন উচ্চতায় পৌঁছেছে। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, বৈঠকে সুদের হার কমানো হতে পারে।
রয়টার্স জানায়, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩,৬৯৬.০২ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৫ শতাংশ বেশি। দিনের শুরুতেই দাম ছুঁয়ে ফেলে সর্বোচ্চ ৩,৬৯৭.৭০ ডলার।
ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভোর মতে, ডলারের দুর্বলতা কিছুটা প্রভাব ফেললেও মূল চালিকাশক্তি হলো ফেডের সম্ভাব্য সুদের হার কমানোর প্রত্যাশা।
সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, বাজার অংশগ্রহণকারীরা প্রায় নিশ্চিত যে বুধবার শেষ হওয়া ফেডের দুই দিনব্যাপী বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমানো হবে। ৫০ বেসিস পয়েন্ট হারে কমানোরও সামান্য সম্ভাবনা রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে আরও বড় পরিমাণে সুদের হার কমানোর আহ্বান জানিয়েছেন।
সুইসকোট ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন আগামী বছরও ফেড সুদের হার কমাতে থাকবে, যা স্বর্ণের বাজারকে বাড়তি সহায়তা দেবে।
স্টাউনোভো আরও বলেন, “ফেডের বিবৃতি প্রকাশের সময় বাজারে অস্থিরতা বেড়ে যেতে পারে। তবে ট্রাম্পের সুদ কমানোর চাপের কারণে আমি মনে করি আগামী কয়েক মাস স্বর্ণের দাম আরও বাড়তে পারে।”
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর