
বগুড়ায় আদালত থেকে ফেরার পথে চারজনকে অপহরণের ঘটনা ঘটেছে। এই হানিট্র্যাপ ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। অপহৃত চারজনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নারুলী গণকবর এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের দুই অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ ও ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন সারিয়াকান্দি উপজেলার বাশগাড়ী এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (৩৫) এবং বগুড়া সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে উকিল উদ্দিন (৩৮)। বুলবুলের বিরুদ্ধে পূর্বে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
আজ মঙ্গলবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান জানান, পুলিশ ও ডিবির যৌথ অভিযানে অপহৃত চারজনকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন কুদ্দুস প্রামানিক, আজম, কাওসার এবং আব্দুর রশিদ। আদালত থেকে বাড়ি ফেরার পথে এই চারজনকে অপহরণ করা হয়েছিল। তাদেরকে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরাধীরা। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে দুই অপরাধী গ্রেপ্তার এবং অপহৃত চারজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী খোরশেদ আলম সারিয়াকান্দি উপজেলার নান্দিনার চর এলাকার কুদ্দুস প্রামানিকের ছেলে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর