
শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন, যা তাদের শরীরে আর ফ্যাসিবাদ জন্ম দিতে দিবে না বলে মন্তব্য করেছেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। বুধবার (১৭ সেপ্টেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টম বর্ষে পর্দাপন উপলক্ষে অনুষ্ঠানিত "গণমাধ্যমের সীমানা ও ফিফট স্টেটের জগৎ" শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, শিকারী সাংবাদিক ও ন্যারেটিভ দাড় করানো গণমাধ্যমই ফ্যাসিস্ট জন্ম দিতে সাহায্য করেন। তাই তরুনদের আরো বেশি সচেতনতার সহিত ফ্যাক্ট চেক করে সাংবাদিকতা করতে হবে।
কেক কাটা, আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভার মাধ্যমে পালিত হওয়া এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সাংবাদিক সমিতির ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চলতে থাকলে আমরা আমাদের জায়গায় সচ্ছতা ধরে রাখতে পারবো। কিন্তু আমাদের অপতথ্য থেকে দূরে থাকতে হবে।
অনুষ্ঠানে যবিপ্রবিসাসের বিভিন্ন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এতে দৈনিক রূপালী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভির খন্দকারকে বর্ষসেরা প্রতিবেদক, দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ ইমরান হোসাইনকে বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক ও রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ ইমদাদুল ইসলামকে বর্ষসেরা ফিচার লেখক ২০২৫ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া যবিপ্রবিসাসে যুক্ত হওয়া নবীন সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
যবিপ্রবিসাসের সভাপতি মো: ওয়াশিম আকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, যবিপ্রবিসাসের উপদেষ্টাবিন্দু, সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধিগন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম রিজেন্ট বোর্ডের অনুমতির মাধ্যমে গঠিত হয় যবিপ্রবি সাংবাদিক সমিতি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর