নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের
সামগ্রী কেনাকাটার ৭০ শতাংশ কাজ শেষ। এমাসের মধ্যেই সব সম্পন্ন হবে। নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) আখতার আহমেদ।
তিনি বলেন, প্রবাসীদের ভোট দেয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে একটি এপস তৈরি করা হয়েছে, নাম পোস্টাল ভোট বিডি। এটা মোবাইলে ইন্সটল করে এনআইডি'র মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাবে। বাংলাদেশ ডাক বিভাগ ব্যালট পাঠানোর কাজ করবে। প্রবাসীরা নিবন্ধন করলে তখন দেশে থাকলেও তিনি সরাসরি ভোট দিতে পারবেন না। সরকারি চাকরিজীবী, ভোটে দায়িত্ব পালন করেন, আইনি হেফাজতে যারা আছে তাদের জন্যও পদ্ধতি একই।
তিনি বলেন,সীমানা নিয়ে বিরোধ, বিক্ষোভের বিষয়ে আখতার আহমেদ বলেন, ১৮টি রিট হয়রছে। আদালতের প্রতি আমরা আস্থাশীল। কাজেই সেখান থেকে নির্দেশনা আসুক সে পর্যন্ত অপেক্ষা করি। আগামী কমিশন বৈঠকে পর্যবেক্ষকদের বিষয় তোলা হবে।
সীমানা নির্ধারণ নিয়ে যে আন্দোলন হচ্ছে তা নিয়ে কী বলবেন-এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যে কোনো প্রেক্ষাপটে ভাংচুর অনাকাঙ্খিত বিষয়। বিষয়টি
আদালতেও গেছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা আমাদের জন্য বাধ্যবাধকতা হবে।
আইনের সাত ধারায় বলা আছে, মামলা গ্রহণযোগ্য হবে না। এখন রিট করা তো মৌলিক অধিকার।
তিনি আরও বলেন, নতুন ২২ টি রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আগামী কমিশন মিটিং-এ দেশীয় পর্যবেক্ষক সংস্থার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আগামী ২২ সেপ্টেম্বর ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম ইসিতে আসবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর