
গাজীপুরের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ভোক্তা অধিকার লঙ্ঘন এবং পৌরসভা আইন অমান্য করার অভিযোগে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) দিনব্যাপী কালীগঞ্জ বাজার ও মুনসুরপুর এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ৪টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সর্বমোট ৭৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান দুটির মধ্যে একটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। তিনি কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে দুটি মামলায় মোট ৫১ হাজার টাকা জরিমানা করেন। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ‘কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার’ এর স্বত্বাধিকারী সঞ্জয় ঘোষকে (৪০) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, জনউপদ্রব সৃষ্টির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাবুল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ১হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলামিন ভূইয়া।
একই দিনে উপজেলার মুনসুরপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা। তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অপরাধে এই জরিমানা ধার্য করা হয় বলে জানা গেছে। এই অভিযানে বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে ও খাদ্যের মান নিশ্চিত করে ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযান দুটি পরিচালনায় কালীগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে পরিচালিত প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর