
ব্রাজিলে আসন্ন COP30 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংলাপ
বরগুনা উপকূলীয় জেলা হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে সবচেয়ে বেশি দেখা যায়। “COP 30 Road to Belem: Climate Action এ জনগণের কণ্ঠস্বর” শীর্ষক এই সংলাপের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর অভিজ্ঞতা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরে বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বরগুনা পৌরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বরগুনা জেলা শাখা। গ্লোবাল গ্রিনগ্রান্টস ফান্ড (GGF)-এর আর্থিক সহায়তায় আয়োজিত এই সংলাপে সরকারি-বেসরকারি সংস্থা, পরিবেশ ও বন সংরক্ষণকর্মী, কৃষি বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, উন্নয়নকর্মীসহ ছাত্র সংগঠনের তরুণ নেতারা অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরগুনার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ আরাফাত রানা,বরগুনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম,পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক হায়াত মাহমুদ রাকিব, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী সমন্বয় আরিফুর রহমান, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (RDF) সহকারী প্রধান সমন্বয়কারী মান্না আজাদ, সংগ্রাম এর ডকুমেন্টেশন অফিসার মো: সাইফ আল মামুন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাজন,বরগুনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের মোঃ রেজাউল করিম। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সদস্য আল আমীন, ইয়ুথ নেট ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সকল সদস্যরা সভাপতিত্ব করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি রাসেল মাহমুদ।
সংলাপে উপকূলীয় অঞ্চলের পানির সংকট, নদীভাঙন ও ভূমি হারানো,ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস,জীবিকা সংকট,লবণাক্ততা বৃদ্ধি,তাপবিদুৎ কেন্দ্র এর কারনপ জলবায়ু পরিবর্তন হচ্ছে। টেকসই কৃষি চর্চা, বন সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার এবং মানবাধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সংলাপের মূল লক্ষ্য হলো—তৃণমূল জনগণের বাস্তবতা ও চাহিদাকে আন্তর্জাতিক জলবায়ু নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা, বিশেষ করে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠেয় COP30 সম্মেলনের আগে।
অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আঞ্চলিক সংলাপ নিয়মিত আয়োজন করা হলে জলবায়ু ইস্যুতে স্থানীয় কণ্ঠস্বর জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও শক্তভাবে প্রতিফলিত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর