
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে নানা অলীক তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থেকে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ৯ সেপ্টেম্বর দিনব্যাপী উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। দু-একটি অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের নির্বাচনকে প্রায় সবাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হিসেবে অভিহিত করেছেন। দেশে-বিদেশে এই নির্বাচন প্রশংসিত হয়েছে এবং দেশের ইতিহাসে একটি বিরল ও ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হবে।
তবে সম্প্রতি কিছু অনলাইন এক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কমিশন সবাইকে যাচাই করে তথ্য গ্রহণের অনুরোধ করেছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডাকসুর ২৮ পদের মধ্যে শীর্ষ তিনসহ ২৩টি পদে জয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর