
চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মো. শাহজাহান (৪১) নামের এক মোটরসানইকেল আরোহীর। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার দক্ষিণ ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট পৌরসভার দক্ষিণ ইউটার্ন এলাকায় শাহজাহান মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। তখন বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে পকেট থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স ও আইডি কার্ডে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর