
গাজীপুর মহানগরীতে আলিফ ইন্ডাস্ট্রিজ লিঃ নামক কারখানার শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা অভ্যন্তরে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দিনব্যাপী গাজীপুর মহানগরীর কলম্বিয়া এলাকায় অবস্থিত কারখানার অভ্যন্তরে এ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।
আলিফ ইন্ডাস্ট্রিজ লিঃ তৈরী পোষাক কারখানা জুলাই, আগস্ট ও চলতি সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের দাবীতে তারা এ কর্মসূচি পালন করছেন বলে জানান (কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক) শ্রমিকরা।
শ্রমিকরা বলেন, আমাদের জুলাই আগস্ট ও চলতি মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। তারা বলেন, জুলাই-আগস্ট মাসের বেতন আমরা এখনো পাইনি। সেপ্টেম্বর মাস চলছে এ মাসের বেতনও অনিশ্চিত।
তারা জানান, আমাদের কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাছাড়া বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। দোকানে বকেয়া রয়েছে সেখানেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বকেয়া থাকায় দিচ্ছেনা। কারখানার এসব তাল বাহানা করা সময় ক্ষেপন আশ্বাস পাওনাদারদের বুঝানো যাচ্ছে না।
তবে শ্রমিকদের দাবি তিন মাসের বকেয়া দাবিতে কারখানা মালিক কর্তৃপক্ষদের কয়েকজনকে আজ অবরুদ্ধ রেখেছেন তারা। শ্রমিকদের অভিযোগ এর আগে বকেয়া চেয়ে শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী হয়ে চিকিৎসা নেয়। ওইদিনের ঘটনায় উল্টো কয়েকশ শ্রমিকদের নামে মামলা হয়েছে তা খারিজসহ বেতন পরিশোধ না হলে তারা কর্তৃপক্ষদের ছারবেন না।
বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে রয়েছে এলাকা ও মহাসড়কে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। বর্তমানে শ্রমিকরা আলোচনার জন্য ফ্যাক্টরীর ভিতরে রয়েছে।
এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিঃ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফ্যাক্টরির শ্রমিকদের জুলাই-আগস্ট/২৫ খ্রি. মাসের বেতন অপরিশোধিত রয়েছে। মালিকপক্ষ বেতন পরিশোধ না করে চলতি বছরের গত ২৮ আগস্ট হতে ০৪সেপ্টেম্বর পর্যন্ত ফ্যাক্টরীটি সাধারণ ছুটি ঘোষণা করে এবং পুনরায় ০৬ সেপ্টেম্বর হতে ০৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেন। পরে ফের কারখানা খোলা হলে আজ অবরুদ্ধ করে রাখা হয় একজন ভায়ারসহ মালিক কর্তৃপক্ষ কয়জনকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর