
আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজার একটি বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আপ বাংলাদেশের সংগঠক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে মুফতি আমির হামজার উদ্ভট, অসত্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রসঙ্গত, সম্প্রতি এক বক্তব্যে মুফতি আমির হামজা দাবি করেছেন—গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে আজান দিতে দেয়নি ছাত্রলীগ।’
তার এ বক্তব্যের পর তীব্র সমালোচনা লক্ষ করা গেছে। শুক্রবার বিকেলে এ নিয়ে আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে মুহসীন হলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, মুফতি আমির হামজা এমন বক্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন করতে চান। সেই লক্ষ্যেই হয়তো তিনি এ মিথ্যা বক্তব্য দিয়েছেন।
আগামীতেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অসত্য বক্তব্য দিতে পারেন। তাকে প্রকাশ্যে এ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর