
সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করলো যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্সের পণ্য যমুনা ফ্যান।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬ প্রদান করা হয়। যমুনা ফ্যানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল লিমিটেডের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম, হেড অফ আইটি মেহেদী হাসান, সহকারী মহাব্যবস্থাপক (পাবলিক রিলেশন) রুহুল কে সাগর।
সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে যমুনার অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, বাংলাদেশের সুপার ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে যমুনা ফ্যানের পক্ষ থেকে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, এই স্বীকৃতি কেবলমাত্র আমাদের ব্র্যান্ডের বিজয় নয়; এটি আমাদের যাত্রা পথের প্রতিটি সহযাত্রীর কঠোর পরিশ্রম, আবেগ ও অঙ্গীকারের স্বীকৃতি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য। আপনাদের এই আয়োজন আমাদের সবাইকে আরও উচ্চ লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, যমুনার পথচলা শুরু হয় ১৯৭৪ সালে যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের মাধ্যমে, যমুনা ফ্যান দিয়ে। এই যাত্রার সূচনা করেছিলেন এক দূরদর্শী ব্যবসায়ী ও কিংবদন্তি শিল্প উদ্যোক্তা মো. নুরুল ইসলাম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর