
প্রাবসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) নিবন্ধন ও ভোটদান প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)
সোমবার (২২ সেপ্টেম্বর) অফিসিয়াল ওয়েবসাইটে পোস্টাল ভোটিংকে ( আইটি সাপোর্টেড)। তালিকাভুক্তি প্রক্রিয়া ও ভোটদান প্রক্রিয়া দুইভাগে ভাগ করে প্রক্রিয়ার প্রকাশ করে ইসি।
ইসির প্রকাশ করা প্রক্রিয়া থেকে জানা যায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে প্রথমে পোস্টাল ব্যালট বিডি নামের অ্যাপে ১০ টি ধাপ শেষ করে তালিকাভুক্তি হতে হবে। এর সব ধাপ শেষ করে ডাক যোগে পোস্টাল ব্যালট পৌছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একাউন্ট খুলার সময় অ্যাপে আপলোড করা এনআইডি ও পাসপোর্ট অনুযায়ী তথ্য নিজে থেকে নিয়ে নেবে।
এ বিষয়ে নবনিযুক্ত ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেব, প্রবাসী ভোটাররা কিভাবে রেজিস্ট্রেশন করবে-তার একটা মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটা এপ্রোভালের জন্য আমরা কমিশনে দিয়েছি। বিকালের মধ্যে অনুমোদন পেয়ে যাবো আশা করছি।
তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটপদ্ধতি কিরকম হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছি। এ বিষয়টার ব্যাপকভাবে প্রচাররের দরকার হবে। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারনা পাবেন, তত বেশি ক্লিয়ার হবেন। এ বিষয়ে ব্যাপকভাবে যাতে প্রচার হয় সে প্রত্যাশা আমাদের। ইসির অনুমোদনের পর পলিসিটা জানিয়ে দেব আমরা।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন,নির্দিষ্ট সময়ে ডাক বিভাগের মাধ্যমে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ব্যালট পেপারে কেবল প্রতীকের তালিকা থাকবে, ভোটাররা প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন।
তিনি বলেন, বড় একটি খামে তিনটি খাম পাঠানো হবে একটিতে ব্যালট পেপার, আরেকটি ফেরত পাঠানোর জন্য। সঙ্গে নির্দেশনাও থাকবে। ভোট শেষে নির্দিষ্ট খামে ভরে ফেরত পাঠাতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের নিবন্ধনের জন্য ‘Postal Vote BD’ অ্যাপ তৈরি করা হয়েছে। নিবন্ধিতরাই ডাকযোগে ব্যালটে ভোট দিতে পারবেন। তবে প্রবাস থেকে নিবন্ধন করে দেশে এসে ভোট দেওয়ার সুযোগ থাকবে না
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর