
কিশোরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা সামাজিক অবক্ষয় রোধে ব্যাপক ভূমিকা রেখে জেলা প্রশাসনের শ্রেষ্ঠ ইউএনও’র সম্মাননা অর্জন করেছেন। যোগদানের মাত্র তিন মাসের মধ্যেই তিনি এই স্বীকৃতি লাভ করলেন। গতকাল রোববার জেলা প্রশাসনের হলরুমে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান শ্রেষ্ঠ ইউএনও প্রীতম সাহার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৫ সালের ১ জুলাই নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রীতম সাহা যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সামাজিক অবক্ষয় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। বালু পাচার রোধ, খাদ্যে ভেজাল রোধ, সামাজিক বনায়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধ এবং শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মেধা, সততা, পরিশ্রম ও সুপরিকল্পিত উপায়ে সকলকে সাথে নিয়ে তিনি ‘গ্রীন কিশোরগঞ্জ-ক্লীন কিশোরগঞ্জ’ গঠনে সচেষ্ট। প্রীতম সাহা বিসিএস ৩৫তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, এই সম্মাননাটি কিশোরগঞ্জবাসীর। জেলা প্রশাসক, জেলা প্রশাসন কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষের ব্যাপক সহযোগিতা পেয়েছি বলেই এটি অর্জন করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এই সম্মাননা আমার কাজের পরিধি ও দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
তিনি সকলকে পাশে থেকে আরও বেশি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, কিশোরগঞ্জবাসীর সহযোগিতায় গ্রীন-ক্লীনসহ কিশোরগঞ্জকে একটি রোল মডেলে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর