
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবুজ সংকেত ঘিরে একাধিক পোস্ট দেখা গেছে। সোমবার দিনগত রাত থেকে ফেসবুক পোস্টে এই আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে কেন্দ্র করে পোস্টগুলো করা হয়।
দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যমে বিএনপি ২০০ আসনে দলীয় প্রার্থীদের সবুজ সংকেত দিচ্ছে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পরপর এধরনের ফেসবুক পোস্ট জনমনে ব্যাপক কৌতুলের সৃষ্টি হয়েছে। কেউ কেউ ফেসবুকে আবার কেউ কেউ পথে ঘাটে এনিয়ে আলোচনা করছেন। জানার চেষ্টা করছেন সত্যিই মনোনয়নের বিষয়ে কোন সবুজ সংকেত কেউ পেল কিনা।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে এস এম জাহাঙ্গীর আলম নামক একটি ফেসবুক একাউন্ট থেকে সবুজ সংকেত ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ছবি ব্যবহার করে একটি পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা আলহামদুল্লিাহ। এরকম আরো বেশকিছু ফেসবুক একাউন্ট থেকে একই ধরনের পোস্ট করা হয়।
এমন ইজ্ঞিত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করা লাভলু সিদ্দিকী নামের একজন মুঠোফোনে বলেন, নির্ভরযোগ্য মাধ্যমে জানতে পেরেছি দুর্দিনে আন্দোলন সংগ্রামে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে মনোনয়ন দেয়া হবে। সে হিসেবে মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নামই আসে, তার কোন বিকল্প নেই।
এদিকে ফেসবুকে এনিয়ে আলোড়ন সৃষ্টি হওয়ার পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভিডিও বার্তার মাধ্যমে দলের নেতাকর্মীদের কোন প্রকার প্রপাগাণ্ডায় বিব্রত না হওয়ার আহ্বান করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা। যিনি এই আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান সাঈদ সোহরাবের নিবিড় রাজনৈতিক সঙ্গী হিসেবে পরিচিত।
সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বিএনপি ২০০ আসনে প্রার্থী বাছাইয়ের একটি কাজ করছে। এটি প্রকাশ করার একটি প্রক্রিয়া আছে, আনুষ্ঠানিকতা আছে। এর আগেতো আমি কিছু বলতে পারিনা বা নিজে নিজে ঘোষণা দিতে পারিনা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর