
জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটানে ব্যাপক ট্রাম্পবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘে ভাষণ চলাকালে "No Trump! No fascist USA!", "Reject Trump" এবং "Arrest Trump" স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ হস্তক্ষেপ করে। ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনায় প্রায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ নিশ্চিত করেছে।
একই দিনে জলবায়ু কর্মী সংগঠন "Extinction Rebellion" জাতিসংঘের একটি চেকপয়েন্ট অবরোধ করলে তাদেরও গ্রেফতার করা হয়। প্রায় ৪৭ জন কর্মীকে আটক করে পুলিশ।
এছাড়াও, আলাদা করে ইসরায়েলবিরোধী স্লোগান দিয়ে একদল বিক্ষোভকারীরা “Abolish Israel” ও “F-k Israel Lane” লেখা ব্যানার প্রদর্শন করেন। পাশাপাশি ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকদের মুক্তির দাবিতে আরেকটি ছোট আকারের প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সদর দফতরের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সর্বশেষ খবর