
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক বিএ-৭১০২ লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি রৌমারী বাজার সার্বজনীন কালী মন্দির পরিদর্শন করেছেন। বুধবার দুপুরের দিকে তিনি রৌমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রৌমারী উপজেলার পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আনন্দ-উদ্দীপনার মাধ্যমে পূজা উৎসব উদযাপন করতে পারে, সেজন্য বিজিবি সর্বদা তাদের পাশে আছে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আনজু মিয়া, রৌমারী বাজার সার্বজনীন কালী মন্দিরের সভাপতি প্রদীপ শাহা এবং বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির লোকজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হিন্দু সম্প্রদায়ের লোকজন ও সাংবাদিকবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর