
ইয়েমেন থেকে আসা একটি ড্রোন আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের এইলাতে বিস্ফোরিত হয়েছে। এতে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৬০ এবং ২৬ বছর বয়সী দুজন গুরুতর অবস্থায় রয়েছেন, ৩০ বছর বয়সী একজন মাঝারি ধরনের আহত এবং বাকি ১৯ জন সামান্য আঘাত পেয়েছেন। বেশিরভাগ আহতই স্প্লিন্টারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনী গুরুতর আহতদের চিকিৎসার জন্য বেয়েরশেবার সোরোকা মেডিকেল সেন্টারে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে। বাকি আহতদের এইলাতের সবচেয়ে ছোট জেনারেল হাসপাতাল ইয়োসেফটাল মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, ড্রোনটি একটি শপিং এলাকার হোটেলের কাছে আঘাত হেনেছে। সামরিক বাহিনী স্বীকার করে বলেছে, ড্রোনটি প্রতিরোধের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের দুটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ড্রোনটিকে প্রতিরোধ করতে ব্যর্থ হয়। তবে, তারা জানায়, আক্রমণ সম্পর্কে সতর্ক করে সাইরেন বেজে উঠেছিল।
বুধবারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা স্বীকার করেনি। তবে তারা প্রায়ই এইলাতকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে, যেমন গত সপ্তাহে একটি ড্রোন হোটেলের প্রবেশপথে আঘাত হানে, যেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে এই মাসের শুরুতে হুতিদের আরেকটি হামলায় শহরের বাইরের রামোন বিমানবন্দরে আঘাত হানে, এতে সামান্য ক্ষতি হয় এবং একজন সামান্য আহত হন।
১৮ মার্চ থেকে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় হামাসের বিরুদ্ধে তাদের আক্রমণ পুনরায় শুরু করে, তখন থেকে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে প্রায় ৯০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪০টি ড্রোন নিক্ষেপ করেছে।
ইরান-সমর্থিত গোষ্ঠীটির বারবার হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হুতি-নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরের সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। গত মাসে সানা শহরে একটি ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী এবং আরও কয়েকজন মন্ত্রী নিহত হন। তখন ইসরায়েল সতর্ক করে বলেছিল যে, হুতিদের উচ্চ-স্তরের ওপর এই হামলা ছিল “কেবল শুরু”।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর