
বরগুনা সদরে নৌবাহিনী ও থানা পুলিশের সমন্বয়ে বিশেষ চেকপোস্ট অভিযান চালানো হয়েছে এবং পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরগুনার সদরস্থ গৌরীচন্না বাজার সংলগ্ন কলেজ মোড় সড়কে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন নৌবাহিনীর বরগুনার কন্টিনজেন্ট ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট এম জুম্মান খান (বিএন পি নং ৩৪৩৭) এর ০৯ সদস্যের একটি সেকশন এবং বরগুনা থানা ও ট্রাফিক পুলিশের ০৩ সদস্য।
চেকপোস্টে মিনি পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি, ট্রাকের কাগজপত্র, ফিটনেস সনদ, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগ ও মালামাল তল্লাশি করা হয়। তল্লাশিতে ৩৭টি মোটরসাইকেল, ০২টি সিএনজি, ০৩টি ট্রাক, ০৪টি পিকআপ এবং ০১টি প্রাইভেটকার ছিল।
এ সময় ট্রাফিক সড়ক আইনের ০৩টি মামলায় ০২টি মোটরসাইকেল ও ০১টি ট্রাকের বিপরীতে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
চেকপোস্ট শেষে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেফটেন্যান্ট জুম্মান খানের নেতৃত্বে সদরের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. জুম্মান খান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন চালকদের সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ০৩টি মামলা ও ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ দমন ও জনগণের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে, জেলা উপজেলার প্রতিটি পূজামণ্ডপে তাদের বিশেষ পর্যবেক্ষণ থাকবে এবং সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর